বার্সালোনা ছেড়ে ম্যানসিটিতে যেতে চান লিওনেল মেসি। সেটাও আবার ফ্রিতেই। অর্থাৎ মেসি ফ্রিতেই বার্সালোনা ছেড়ে ম্যানচেষ্টার সিটিতে চলে যেতে চান।
কিন্তু বার্সালোনা মেসিকে ছাড়তে রাজি নয়। এমনকি মেসি বসে আলোচনা করার প্রস্তাব দিলেও সেই প্রস্তাবে সায় দেয়নি বার্সালোনা। তারা জানিয়েছে রিলিজক্লজ কমানো নিয়ে কোন আলোচনা হবে না।
তবে ইএসপিএন এর এক সাংবাদিক নিশ্চিত করেছেন যে, বার্সালোনা অবশেষে লিওনেল মেসিকে ফ্রিতেই এই মৌসুমেই ছেড়ে দিতে রাজি হয়েছে। কিন্তু একটাই শর্ত বেধে দিয়েছে তারা।
সেই শর্তটি আবার যে’সে শর্ত নয়, একেবারে অগ্রহনযোগ্য একটি শর্ত। যদি লিওনেল মেসি আগামী মৌসুমে কোন ক্লাবের হয়ে ফুটবল না খেলে তবেই মেসিকে বার্সালোনা ফ্রিতে ছেড়ে দিবে।