নতুন মৌসুমের পূর্বে গতকাল থেকে শুরু হওয়া বার্সেলোনার অনুশীলনে যোগ দেননি দলটির সেরা তারকা লিওনেল মেসি। এর আগে দলের আনুষ্ঠানিক ক’রোনা পরীক্ষায়ও অংশ নেননি এই তারকা।
দল বদল নিয়ে ঝামেলায় থাকা মেসিকে ছাড়াই ২০২০-২১ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কাতালান দলটি।
সদ্য নিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান তার অধীনে প্রথম দিনের অনুশীলনে মাঠে পেয়েছেন ১৯ ফুটবলারকে। পুরনো ঠিকানা সেভিয়ায় ফিরে যাওয়ার পথে থাকা ইভান রাকিটিচ ক্লাবের অনুমতি নিয়েই ছিলেন না অনুশীলনে।
পিকে, সুয়ারেজ, ডেম্বেলে, নেতো, জর্ডি আলবা, সার্জিও রবার্তো, আর্তুরো ভিদাল, বুসকেটসের মতো পরিচিতদের প্রায় সবাই ছিলেন।
আসছে মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর গত ২৫ অগাস্ট এক ফ্যাক্স বার্তায় ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
বার্সার এই প্রাণ ভ্রমরার রিলিজ ক্লজ ৭ হাজার কোটি টাকা। তবে, চুক্তির একটি ধারা সক্রিয় করে বিনা ফিতে দল ছাড়তে চাইছেন মেসি। ক্লাবের মতে অবশ্য সে সময় পেরিয়ে গেছে এবং এই গ্রীষ্মেই চলে যেতে তাকে রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে।