ক’রোনার কারণে একাধিক সিরিজ স্থগিত হলেও পুনরায় সেই সিরিজ আয়োজন করতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে টাইগারদের নিউজিল্যান্ড সফর অনেকটা নিশ্চিত।
নিউজিল্যান্ড সফর নিয়ে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এর আগে বাংলাদেশের সফর নিয়ে জানিয়েছিলেন কিউই নির্বাহী ডেভ হোয়াইট। যার কারণে দুই দেশের কথাবার্তায় ফেব্রুয়ারিতে সিরিজ অনেকটা নিশ্চিত বলা চলে।
আজ গণমাধ্যমকে নিজাম বলেন, “নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে তার মধ্যে একটা আমাদের ট্যুর রয়েছে নিউজিল্যান্ডে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।”
এছাড়া পাকিস্তানের বিপক্ষে একটি স্থগিত হলেও সেটা আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবে বিসিবি। তিনি আরও বলেন, “এর বাইরে একটি টেস্ট বাকি ছিল, যেটা পাকিস্তানের সাথে। যেহেতু মাত্র একটি টেস্ট সেহেতু আমাদের অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। এটা আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ঠিক করব আশা রাখি।”