ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ত্রিণবাগো নাইট রাইডার্স। আসরে নিজেদের সপ্তম ম্যাচে জ্যামাইকাকে ১৯ রানে হারিয়ে টানা ৭ ম্যাচের ৭ টিতেই জিতে অপরাজেয় থাকলো ব্রাভোর দল।
ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টস ভাগ্যে হেরে আগে ব্যাটিংয়ে নামে নাইটরা। সুনীল নারাইনের ১১ বলে ২৯ রানের ঝড়ে উড়ন্ত সূচনা পায় তারা। পরবর্তীতে কলিন মুনরোর ৫৪ বলে ৬৫ আর শেষ দিকে পোলার্ডের ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ে ইনিংসে ৪ উইকেটে হারিয়ে এবারের আসরের সর্বোচ্চ ১৮৪ রান সংগ্রহ করে নাইট রাইডার্স।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মধ্যেই ওয়ালটন – ব্লাকওউডকে হারিয়ে বিপদে পড়ে জ্যামাইকা। ওপেনার গ্লেন ফিলিপস ৩১ বলে ৪১ রানের ইনিংসে কিছুটা গতি পায় রান। তবে পাওয়েল – বোনারের মন্থর ব্যাটিংয়ে চাপে পড়ে জ্যামাইকা। শেষ দিকে ২৩ বলে অপরাজিত ৫০ রানের ঝড়ে ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন আন্দ্রে রাসেল। ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে তাদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
ত্রিণবাগো নাইট রাইডার্স ১৮৪/৪(২০)
কলিন মুনরো ৬৫(৫৪), কাইরন পোলার্ড ৩৩(১৬)
কার্লোস ব্রাথওয়েট ২/৩৬, স্বন্দীপ লামিচানে ১/২০।
জ্যামাইকা তালাওয়াশ ১৬৫/৬(২০)
আন্দ্রে রাসেল ৫০(২৩)*, গ্লেন ফিলিপস ৪১(৩১)
ফাওয়াদ আহমেদ ২/২১, আকিলা হোসাইন ১/১৮।