ফ্রান্সের ঘরোয়া ফুটবল মাতানো ব্রাজিলিয়ান ফুটবলার মাগালেসকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। লিল থেকে এই তারকা ডিফেন্ডারকে কিনেছে টেনেছে মিকেল আর্তেতার দল।
গতকাল আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে ২২ বছর বয়সী এই তারকাকে দীর্ঘ সময়ের জন্য দলে ভেড়ানোর কথা স্বীকার করেছে গানার্সরা। যদিও চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি সম্পর্কে এখনো কিছু খোলাসা করা হয়নি।
জনপ্রিয় ইংলিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, মাগালেসকে পেতে দুই কোটি ৬০ লাখ ইউরো খরচ হয়েছে ইংলিশ ক্লাবটির।
সদ্য সমাপ্ত মৌসুমে লিগে চতুর্থ হওয়া লিলের হয়ে সব প্রতিযোগিতা মিলে সর্বমোট ৩৪টি ম্যাচে মাঠে নামেন মাগালেস। ৩ বছর আগে লিলে যোগ দেওয়া এই সেন্টার-ব্যাক এর আগে ধারে আরেক ফরাসি ক্লাব তোয়া এবং ক্রোয়েশিয়ার দল ডাইনামো জাগরেবের হয়ে খেলেছেন।