স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর থেকে। বার্সালোনা ও রিয়াল মাদ্রিদের মাঠে নামার কথা ছিল প্রথম দিনেই। রিয়ালের প্রতিপক্ষ ছিল গেতাফে। বার্সার প্রতিপক্ষ ছিল এলচে।
কিন্তু দুই দলের এই দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। প্রথম দিনে বার্সা বা রিয়াল কোন দলই মাঠে নামবে না।
কেবল বার্সা বা রিয়াল মাদ্রিদ নয়, স্থগিত করা হয়েছে আরো দুটি ম্যাচ। পরদিন মাঠে নামার কথা ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ এবং সেভিয়ার। সেই দুটি ম্যাচও স্থগিত করা হয়েছে।