আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ফিরতে দেশে ফিরেছেন সাকিব হাসান হাসান। আর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়ায় এখন বিসিবির অধীনে কোনো অনুশীলনে অংশ নিতে পারবেন না সাকিব। সেই সাথে বিভিন্ন নিয়ম-নীতির মধ্যে যেতে হবে সাকিবকে।
কারণ সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে, যার মধ্যে এক বছর স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে যদি আবারও কোন ভুল করেন তাহলে আবারও বিপদের সম্মুখীন হতে পারেন তিনি। তাই গণমাধ্যম কর্মীসহ সকলের প্রতি বিসিবি অনুরোধ রেখেছেন যেন নিষেধাজ্ঞার সময়ে সাকিবের জন্যে ত্যাগ শিকার করেন গণমাধ্যম কর্মীরা।
আজ গণমাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের বলেন, “আপনারা জানেন আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে শেষের দিকে যেন কোন কিছু তার বিরুদ্ধে না যায়।”
“আকসুর নিয়মানুসারে, সেটা একটু ত্যাগ স্বীকার করবেন। এছাড়া আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে তার আগে না। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।”– যোগ করেন তিনি।