করোনাভাইরাসে স্থগিত হওয়া পিএসএলের সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ তিনটি নভেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচগুলোর সূচিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রায় শেষই হয়ে গিয়েছিল টুর্নামেন্টটা। বাকি ছিল শুধু সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচগুলো। করোনাকে ফাঁকি দিয়ে সে ম্যাচগুলো আয়োজন করতে পারেনি পিসিবি। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পিএসএল।
টুর্নামেন্টে খেলতে থাকা একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ সন্দেহে গত ১৭ মার্চ পিএসএল স্থগিত করে পিসিবি। দুই সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা মুলতান সুলতানস-পেশোয়ার জালমি ও করাচি কিংস-লাহোর কালান্দার্সের। ফাইনাল হওয়ার কথা ছিল ১৮ মার্চে।
পিসিবি প্রকাশিত নতুন সূচি অনুসারে, ১৪ নভেম্বর কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও করাচি কিংস। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি। এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর মুখোমুখি হবে কোয়ালিফায়ারের পরাজয়ী দল এবং প্রথম এলিমিনেটরের বিজয়ী দল। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে চলতি বছরের আসরটির। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
? BACK IN THE GAME! ?#HBLPSLV #TayyarHain https://t.co/b714ZwoXIP
— PakistanSuperLeague (@thePSLt20) September 2, 2020