শ্রীলঙ্কা সফর সামনে রেখে কোচদের ছাড়াই কঠোর অনুশীলনে টাইগার ক্রিকেটাররা। তবে সুসংবাদ, এ সপ্তাহেই ঢাকায় পা রাখবেন বেশ কিছু কোচিং স্টাফ। তাদের সাথে অনুশীলন শেষে শ্রীলঙ্কায় গিয়ে দেখা মিলবে বাকি কোচিং স্টাফদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, ৪ থেকে ৬ তারিখের মধ্যেই চলে আসবেন প্রধান কোচ ডমিঙ্গো।
ডমিঙ্গোর সঙ্গে একই ফ্লাইটে আসবেন তার স্বদেশি, ফিল্ডিং কোচ রায়ান কুক। বোলিং কোচ ওটিস গিবসনের কয়েক দিন দেরি হতে পারে।
নতুন ব্যাটিং পরামর্শক ক্রেগ ম্যাকমিলান ও স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি সরাসরি নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিক লি আগেই ঢাকায় চলে এসেছিলেন।
মার্চে ক’রোনার প্রাদুর্ভাবে সব ধরনের খেলা স্থগিত হয়ে যাওয়ার পরই দেশে ফিরে যান ডমিঙ্গোসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। ক’রোনা ধাক্কা কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর ক’রোনা পরবর্তী প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন টাইগাররা।