ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২৪তম ম্যাচে সেন্ট লুসিয়া জুকসকে ৭ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরন হেটমায়ারের ঝড়ো অর্ধশতককে গায়ানার এটি পঞ্চম জয়।
ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১০৯ রান করেন স্যামির সেন্ট লুসিয়া জুকস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন গ্লিন। ৩ চারে ২২ বলে করেন ২৩ রান।
এছাড়া কর্নেল ১৩ বলে ২২, নাজিবুল্লাহ ২২ বলে ১৯, স্কট ১০ বলে ১৩, কাভেম ২৪ বলে ১৩ ও নাবি করেন ১৪ বলে ১৩ রান। অধিনায়ক স্যামি, দুই ওপেনার ফ্লেচার ও ভাউচার করেন ১ রান করে। গায়ানার হয়ে ২ উইকেট করে নিয়েছেন নাভিন ও পল।
১১০ রানের সহজ লক্ষ্যের জবাবে ৩৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন হেটমায়ার। ৩ ছক্কা ও ৬ চারে ৩৬ বলে করেন অপরাজিত ৫৬ রান।
এছাড়া চন্দ্রপাল ২৫ বলে ২৬, পুরান ১০ বলে ১০ ও টেলর খেলেন ৬ বলের ৭ রানের অপরাজিত ইনিংস। সেন্ট লুসিয়ার হয়ে ১টি করে উইকেট নেন গ্লিন, নাবি ও স্কট।
সংক্ষিপ্ত স্কোর–
সেন্ট লুসিয়া জুকস: ১০৯/৭ (২০)
গ্লিন ২৩, কর্নেল ২২
নাভিন ২/২৪, পল ২/২৫
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১১০/৩ (১৩.৫)
হেটমায়ার ৫৬*, চন্দ্রপাল ২৬
নাবি ১/২৩, গ্লিন ১/৯
ফলাফল: ৭ উইকেটে জয়ী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।