একের পর এক রেকর্ডের পাতা ওলটপালট করেই চলেছেন স্প্যানিশ তরুণ তুর্কি আনসু ফাতি। এবার জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই মাঠে নেমে ভেঙেছেন ৮৪ বছরের পুরনো এক রেকর্ড!
জার্মানির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্পেনের ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্ব কনিষ্ঠতম ফুটবলারে পরিণত হন ফাতি।
তার ক্লাব বার্সেলোনার হয়েও মাত্র ১৬ বছর ২৫৮ দিন বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন ফাতি। এবার জাতীয় দলের হয়েও বিরল এক রেকর্ডের মালিক বনে গেলেন গিনি বিসাওয়ে জন্মগ্রহণ করা এই তারকা।
১৭ বছর ৩০৮দিন বয়সে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দেশটির ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলারে পরিণত হন ফাতি।
স্পেন জাতীয় দলের হয়ে খেলা ৮০০তম ফুটবলারও হলেন তিনি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ড এখনো নিজের করে রেখেছেন জুবিয়েতা।১৯৩৬ সালে মাত্র ১৭ বছর ২৮৪ দিন বয়সে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।