কাতার বিশ্বকাপ ২০২২ এর ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শুভ সূচনা করেছে উরুগুয়ে। উত্তেজনাকর ম্যাচে আজ চিলিকে হারিয়েছে তারা।
ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের ৩৯তম মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন সুয়ারেজ। বিরতি পর্যন্ত এই গোলেই এগিয়ে থাকে উরুগুয়ে।















তবে বিরতির পর ৫৪ মিনিটে সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা ছিল। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গঞ্জালেজের গোলে জয় নিশ্চিত হয় উরুগুয়ের।