কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে আর্জেন্টিনায় পৌঁছেছেন লিওনেল মেসি। একটু আগে নিজের প্রাইভেট বিমানে দেশের মাটিতে অবতরণ করেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা শুরু হয়েছে গত মাসে। যেখানে প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচে অংশ নেয়।



নিজেদের দুই ম্যাচেই জয়লাভ করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে তাদেরই ঘরের মাঠে পরাজিত করে আলবেসিলেস্তেরা।
এবার তাদের সামনে প্যারাগুয়ে এবং পেরু। চলতি মাসের ১৩ তারিখে প্যারাগুয়ের মাঠে খেলার পর ১৮ তারিখ পেরুর বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
সেই দুই ম্যাচ খেলার উদ্দেশ্যেই আজ আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন লিও মেসি।