ঠিক দুই বছর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন পর্তুগীজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন দলে গেলেও সেখানে দলীয় সাফল্যে উজ্জ্বল হতে পারেননি সিআরসেভেন।
এমনিতেই ইতালিয়ান লিগে শেষ দশকে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলো জুভেন্টাস। যে কারনে লিগ জয় ক্লাব কর্তা এবং সমর্থকদের মন ভরাতে পারেনি।



রোনালদোকে দলে ভেড়ানোর পেছনে জুভেন্টাসের বড় একটি উদ্দেশ্য ছিলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা। যে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ী এই তারকা।
এই সূত্র মিলিয়েই স্প্যানিশ গণমাধ্যম এএস দাবি করেছে, আসছে দলবদলের মৌসুমেই রোনালদোকে বিক্রি করার কথা ভাবা শুরু করে দিয়েছে জুভেন্টাস। প্রত্যাশামাফিক মূল্য পেলেই রোনালদোকে বিক্রি করে দেবে তুরিনের বুড়িরা।