ক্যাপ্টেন রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে দিল্লিকে হেসে খেলে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের ১৩তম আসরের শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফলে টানা দ্বিতীয় আর সব মিলিয়ে পঞ্চমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলল রোহিতরা।



ফাইনালে আগে ব্যাট করতে নেমে শ্রেয়স আয়ার ও প্যান্টের ফিফটিতে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে রোহিতের ফিফটিতে ৫ উইকেটে হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ৫১ বলে ৬৮ রানের দারুণ ইনিংস উপহার দেন রোহিত। এছাড়াও কিশান ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
আগে দুবাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে দিল্লি। প্রথম বলেই ফিরে যান প্লে-অফে ওপেনিংয়ে নেমে বাজিমাত করা স্টয়নিস। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে রাহানেকে ফেরত পাঠান বোল্ট। দ্রুতই ফেরেন ধাওয়ানও। ফলে পাওয়ারপ্লেতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে দিল্লি।
তবে মিডল অর্ডারে দারুণ জুটি গড়েন রিশাব প্যান্ট ও অধিনায়ক শ্রেয়স আয়ার। পুরো আসরে ব্যাট হাতে ব্যর্থ হলেও ফাইনালে জ্বলে উঠেন প্যান্ট। আয়ারের সাথে দারুণ জুটি গড়ে তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি। অপরপ্রান্তে আক্রমণাত্নক ব্যাটিংয়ে ৪০ বলে ফিফটি তুলে নেন আয়ারও। প্যান্ট ৫৬ রানে বিদায় নিলেও শেষ পর্যন্ত ব্যাটিং করে ৬৫ রানে অপরাজিত থাকেন আয়ার। আর দুজনের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৫৬ রানের চ্যালেঞ্জিং পূঁজি পায় দিল্লি।
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি ক্যাপিটালস ১৫৬/৭(২০)
আয়ার ৬৫(৫০)*, প্যান্ট ৫৬(৩৮)
বোল্ট ৩/৩০, কোল্টারনাইল ২/২৯।
মুম্বাই ইন্ডিয়ান্স ১৫৭/৫(১৮.৪)
রোহিত ৬৮(৫১), কিশান ৩৩(১৯)*
নরকিয়া ২/২৫