নিষেধাজ্ঞার কারণে অধিনায়কের জায়গা হারান টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার কারণে তিন ফরম্যাটে তিন জন অভিজ্ঞ ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



তবে তিনি এখন মাঠে ফিরলেও অধিনায়ক নিয়ে ভাবছেন না। বরং বর্তমানে যে তিনজন অধিনায়কের ভূমিকায় রয়েছেন, তাদের উপরই আছে সাকিবের আস্থা। সেই সাথে অনলাইন কেনাবেচার প্লাটফর্ম দারাজের এক অনুষ্ঠানে সাকিব বাংলাদেশের ভবিষ্যত অধিনায়ক নিয়ে আলোচনা করেছেন।
ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবাল। এই ফরম্যাটের ভবিষ্যত অধিনায়ক নিয়ে সাকিব বলেন, “অনেকেরই তো আসলে সম্ভাবনা আমি দেখি। কোন ফরম্যাটে সেটা বুঝতে হবে। ওয়ানডেতে আমার কাছে মনে হয় লিটন, মোসাদ্দেক, শান্ত এদের থেকে কেউ হলে ভালো করবে; তামিমের পর।”
টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ফরম্যাট নিয়ে তিনি বলেন, “টি-টোয়েন্টির ব্যাপারে ঠিক বলতে পারছি না। টি-টোয়েন্টি অভিজ্ঞ কারও অধিনায়ক থাকা ভালো। রিয়াদ ভাই খুবই ভালো করছে। আমার মনে হয় উনি অন্তত আরও ১-২ বছর তো ভালো করে করতেই পারবে।”
এছাড়া বর্তমান টেস্টে মুমিনুল অধিনায়ক থাকলেও এ ফরম্যাট নিয়ে সাকিব বলেন, “টেস্টে মুমিনুল আছে। ওর প্রতি আমার বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। আমার ধারণা ও বাংলাদেশকে ৫-৭ বছর অধিনায়কত্ব করে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে পারে।”