দিন দুয়েক পরই প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে নেপালের। এরই মধ্যে তারা পেলো এক দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়ে এবার ছিটকে গেলেন দলটির রক্ষণভাগের অন্যতম সেরা তারকা রনজিৎ ধিমাল।
যদিও এর আগেই অনুশীলন ক্যাম্প থেকেই নেপাল দলের সাত জন ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে পড়েছিলো। এবার মাঠের লড়াই শুরুর দুদিন আগে আরও একজনকে হা



আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও নেপাল দলের খেলোয়াড়দের কো’ভিড-১৯ পরীক্ষা হয়েছিল গত মঙ্গলবার। দুই দলের বাকি সবার ফল নেগেটিভ এসেছে।
ধিমালের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
“দুই দলের সব খেলোয়াড়ের নিয়মমাফিক টেস্ট করানো হয়েছিল। শুধুমাত্র নেপালের একজন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি।”