নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে আগামীকাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫ টায়। এই ম্যাচের জন্য ২৩ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলপতি জেমি ডে।
নেপালের বিপক্ষে এই দুই ম্যাচে পাইপলাইনে থাকা তরুণ ফুটবলারদের পরখ করে নিতে চান বাংলাদেশ দলের কোচ জেমি ডে। সে লক্ষ্যে দেওয়া ২৩ জনের চূড়ান্ত দলে ঠাঁই মেলেনি নির্ভরযোগ্য গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার।
প্রথম ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৫টায় মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ আগামী ১৭ নভেম্বর।
গোলরক্ষক
শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান
ডিফেন্ডার
তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত
মিডফিল্ডার
আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন
ফরোয়ার্ড
মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, এমএস বাবলু ও সুমন রেজা।