নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে এখন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে খেলাটি খেলাটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়।
বাংলাদেশ-নেপাল ম্যাচটি সরাসরি দেখুন এখানে
কাতারের বিপক্ষে বিশ্বকাপ এবং এশিয়া কাপের প্রিলিমিনারি বাছাইয়ের ম্যাচের আগে এই দুই ম্যাচ থেকে আত্মবিশ্বাস অর্জনের প্রত্যাশা বাংলাদেশের। ক’রোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ থাকা দেশের পুরুষ ফুটবল এ ম্যাচ দিয়ে ফিরবে মাঠে।
শুরুতে কোচ, খেলোয়াড় সবার কাছে প্রাধান্য পেয়েছিল ফুটবল মাঠে ফেরানোর ভাবনা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দারুণ উপলক্ষে হয়ে এসেছিল।