বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে বেক্সিমকো ঢাকা। যেখানে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সাথে বিশ্বকাপ জয়ী তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
জাতীয় দলে খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং নাঈম হাসান আছেন ঢাকাতে। সেই সাথে পেসার রুবেল হোসেনকেও দলে নিয়ে দলটি। যেখানে তাদের কিনতে খরচ করতে হয়েছে ১০ লাখ টাকা।
এছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলী এবং ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়া সাব্বির রহমান, পেসার মেহেদি হাসান রানা, মুক্তার আলী, বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে দলে নিয়ে ঢাকাটি।
এক নজরে বেক্সিমকো ঢাকার স্কোয়াডঃ
মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাৎ হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।