আজ কালীপূজোর উদ্বোধন করতে কলকাতা গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন শ্যামাপুজো কমিটির আমন্ত্রণে কালীপুজো অনুষ্ঠানের উদ্বোধন করতে যান সাকিব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছ’টায় কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন কালীপুজোর উদ্বোধন করেন টাইগার সুপারস্টার। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুর সভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাথে ছিলেন সাকিবও।
সাকিবকে সামনে পেয়ে হাজারো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছিল। এ সময় উৎসুক জনতার মধ্যে একটাই গুঞ্জন শোনা গেল, ‘কোন দেশি বড় কথা নয়, একজন বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার।’
বোধহয় সে গুঞ্জন সাকিবের কান অব্দি পৌঁছেছিল। আর সে কারণেই হাত তুলে জানান দিলেন, ‘আমি তোমারে মতোই একজন বাঙালি, যেটা আমার আসল পরিচয়। তবে ক’রোনাকালে শারীরিক দূরত্ব বজায় রাখার সমস্ত ব্যবস্থা ছিল বিধায়কের এই পূজামণ্ডপে।’
সাকিব অতিথির বক্তব্যে বলেন ‘কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাক এবং আরো উন্নত হোক।’