বঙ্গবন্ধু টি-২০ কাপে সবচেয়ে কম খরুচে দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। যেখানে নেই কোন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। দলটির মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বলা যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। যেকারণে রাজশাহীর অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে দেশের ক্রিকেটের প্রথম এই সুপারস্টারকে।
বঙ্গবন্ধু টি-২০ কাপে আশরাফুল ছাড়াও রাজশাহীর অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, ফরহাদ রেজা, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।
তবে এদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন মোঃ আশরাফুল ও নাজমুল হোসেন শান্ত। প্রেসিডেন্টস কাপে নেতৃত্ব দিয়েছেন শান্ত, তার অধিনায়ক হবার সম্ভবনা রয়েছে। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মোঃ আশরাফুলের কাঁধেও পড়তে পারে দলের নেতৃত্ব।
মিনিস্টার গ্রুপ রাজশাহী:
মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।