২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল।
























আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস গনজালেজ। আর প্যারাগুয়ের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল রোমেরো।
ম্যাচের ২১ মিনিটে প্রথম এগিয়ে যায় প্যারাগুয়ে। অ্যাঞ্জেল রোমেরো পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন প্যারাগুয়েকে। তবে ৪১ মিনিটে নিকোলাস গনজালেজ গোল করে সমতায ফেরান আর্জেন্টিনাকে।
বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকা ম্যাচের ৭২ মিনিটের মাথায় প্রায় গোল পেয়েই গিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিক অবিশ্বাস্য দক্ষতায় প্যারাগুয়ের গোলকিপার আটকে দিলে হতাশ হতে হয় আর্জেন্টাইন অধিনায়ককে।
ম্যাচের ৭৯ মিনিটে ফ্রিকিক পায় প্যারাগুয়ে। সেই ফ্রিকিক থেকে দারুণ শট নিয়েছিলেন জর্জ মুরিয়েল। তবে আর্জেন্টিনা গোলকিপার আরমানি কর্নারের বিনিময়ে শটটি প্রতিহত করেন।

ম্যাচের ৯১ মিনিটে শেষ সুযোগটিও হাতছাড়া হয় আর্জেন্টিনার। প্যারাগুয়েরুর ডিবক্সের সামনে থেকেই ফ্রিকিক পায় আর্জেন্টিনা। তবে মেসির নেয়া ফ্রিকিক প্যারাগুয়ের মানব দেয়ালেই আটকে যায়।
শেষ পর্যন্ত ম্যাচে আর কোন দল গোল করতে না পারলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
⚽ @Argentina ?? 1 (Nicolás González) ? #Paraguay ?? 1 (Ángel Romero)
? ¡Final del partido en La Bombonera!
? @Argentina jugará el próximo martes frente a #Perú ?? pic.twitter.com/CCsJkYu0Nz
— Selección Argentina ?? (@Argentina) November 13, 2020