বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে তরুণদের নিয়ে দল গঠন করেছে ফরচুন বরিশাল। বড় তারকা বলতে দেশ সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল আছে এই দলে। ইতিমধ্যে জানানো হয়েছে দলটিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
তামিমের নেতৃত্বাধীন দলে আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লবের মত জাতীয় দলের ক্রিকেটাররা দলে স্থান পেয়েছেন। কামরুল ইসলাম রাব্বির মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি দলে আছেন সুমন খান, তৌহিদ হৃদয়, মাহদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমনের মত তরুণরাও।
এছাড়া বিসিবি প্রেসিডেন্টস কাপে ঝলমলে পারফরম্যান্স করা ইরফান শুক্কুরও আছেন দলে।সেই সাথে পেসার হিসেবে তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহীর মত শীর্ষস্থানীয় পেসাররা। সেই সাথে বিসিবি প্রেসিডেন্টস কাপে বল হাতে আলো ছড়ানো পেসার সুমন খানও আছেন বরিশালে।
একনজরে ফরচুন বরিশাল স্কোয়াড
তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।