মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২০ এর প্রথম ম্যাচে নেপালকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে খেলোয়াড়দের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজকের ম্যাচের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশেই ফিরেছে ফুটবল। আর প্রত্যাবর্তনের এই ম্যাচেই যেন নিজেদের সেরাটা দিয়ে নেপালবধ করলো জেমি ডের শিষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
৮১তম মিনিটে মধ্যমাঠ থেকে সোহেল রানার থ্রু থেকে বাঁ প্রান্ত দিয়ে উঠে গোলকিপারকে বোকা বানিয়ে দূরের পোস্টে বল ঠেলে দেন তিনি। অসাধারণ এই গোলের পর আনন্দে উদ্বেল হয়ে পড়েন সমর্থকেরা। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ দলের এমন সাফল্যে দারুন খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ম্যাচ শেষে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য ১০ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দেন তিনি।