করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্লাব লিভারপুলের মিশরীয় তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। মিশরের ফুটবল ফেডারেশন একটু আগে বিষয়টি নিশ্চিত করেছে।
Mohamed Salah has tested positive for coronavirus while on international duty with Egypt.
More: https://t.co/pHRQpPzhQn#bbcfootball #lfc pic.twitter.com/xivR5cSDSW
— BBC Sport (@BBCSport) November 13, 2020
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে টোগোর বিপক্ষে খেলার কথা মিশরের। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচে শনিবার মাঠে নামার কথা ছিলো দুই দলের।
মিশরের ফুটবল এসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে সালাহর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে কোন ধরনের শারীরিক সমস্যা নেই এই তারকার।
ইএফএ ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে: “আমাদের জাতীয় ফুটবল দলের উপর পরিচালিত মেডিকেল পরিক্ষা থেকে দেখা গেছে যে আমাদের খেলোয়াড়, লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ তার পরীক্ষা পজিটিভ আসাতে তিনি ক’রোনভাইরাসতে আক্রান্ত হয়েছেন, যদিও তিনি কোনও লক্ষণে ভুগছেন না। দলের অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। সালাহকে কয়েকঘন্টার মধ্যে আরো কয়েকটি চেকআপ করানো হবে।”
“আমাদের আন্তর্জাতিক তারকা দলটির ডাক্তার মোহাম্মদ আবু আল-ওলা এবং তার ইংরেজি ক্লাব লিভারপুলের মধ্যে যোগাযোগের পরে তাকে তার ঘরের ভিতরে আইসোলেটেড করেছে। তিনি আমাদের মেডিকেল প্রোটোকলের মধ্যেই আছেন।”