এবারের আইপিএলটা সুখকর হয়নি ধোনির ও চেন্নাইয়ের। লিগের ১৪ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করতে হয়েছে। ফলে আইপিএলের অন্যতম সফল অধিনায়ককে আমিরাতের আইপিএল থেকে এবছর খালি হাতেই দেশে ফিরতে হয়েছে।
আইপিএলের ইতিহাসে এই প্রথম প্লে অফ না খেলে বিদায় নিয়েছে ধোনির সিএসকে। চলতি বছরের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলার কারণে আসন্ন আইপিএল ২০২১-এর আগে ফ্যানেদের ফের ধোনিকে মাঠে দেখারও সুযোগ নেই।
আইপিএলের ব্যর্থতা ভুলে ভারতে ফিরে নতুন ইনিংস শুরু ধোনির
আর এই অবসরেই এবার নিজের শহরে পোলট্রির ব্যবসায় পা রাখছেন ধোনি।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের জাবুয়া থেকে ২,০০০ মুরগির ছানার বরাত দিয়েছে তাঁর সংস্থা। ডিসেম্বরের মধ্য়েই মুরগির ছানাগুলি পাঠিয়ে দেওয়া হবে। মুরগির বরাত পাওয়া মধ্যপ্রদেশের চাষি বিনোদ মেধা বলেন, ‘তিন মাস আগে ধোনির ফার্মের ম্যানেজার কৃষি বিকাশ কেন্দ্র এবং এমপি কাডাকনাথ অ্যাপের মধ্যে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। এরপর চলতি মাসে তাঁরা আমায় ২,০০০ মুরগির ছানার বরাত দিয়েছেন। আমার অ্যাকাউন্টে ইতিমধ্যেই অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছে।’