বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে মাঠে ভোরে মাঠে নামছে ব্রাজিল। ভেনেজুয়েলা বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় কাল ভোর সাড়ে ৬টায় শুরু হবে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথমটাতে বলিভিয়াকে ঘরের মাঠে দিয়েছে ৫ গোল। আর অ্যাওয়ে ম্যাচে পেরুর মাঠ থেকে জিতে এসেছে ৪-২ গোলে। দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলেও, আর্জেন্টিনা তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে, বাড়তি এক পয়েন্ট পাওয়ায় টেবিলের দুইয়ে আছে ব্রাজিল।
ফুল ফিট না হলেও ব্রাজিল কোচ তিতে নেইমারকে রেখেছে দলে। যদিও তার না খেলার সম্ভাবনা বেশি। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে কুতিনিও আর ক’রোনায় আক্রান্ত হওয়ায় অ্যালেক্স টেলেস ও ক্যাসেমির থাকছে না মাঠে।
তাদের জায়গায় পাকুয়েতা, অ্যালান ও গুইমারেসকে ডেকেছেন ব্রাজিল কোচ। এছাড়াও মিলিটাও এবং কায়ো ইনজুরিতে পরার পর সেখানে এসেছেন ফিলিপ ও কার্লোস।
তাই ব্রাজিলের একাদশে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। কি ধরণের পরিবর্তন আসতে পারে ব্রাজিলের একাদশে?
গোলকিপার হিসেবে থাকছেন অ্যালিসন বেকার। লেফটব্যাক হিসেবে লোদি, রাইটব্যাকে দানিলোর থাকা অনেকটাই নিশ্চিত। সেন্টারব্যাকে সিলভা এবং মার্কুইনহোস থাকছেন সেটাও নিশ্চিত।
মিডফিল্ডে পুরোটাই পরিবর্তন আসবে। ডগলাস লুইজ, অ্যালান এবং এভারটন রিবেইরো কিংবা গুইমারেস আসতে পারেন মিডফিল্ডে।
আক্রমন ভাগে জেসুস, ফিরমিনোর সঙ্গে দেখা যেতে পারে রিচার্লিসনকে।