বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘ফরচুন বরিশাল’ দলের থিম সংয়ে কণ্ঠ দিলেন নায়ক জায়েদ খান। ‘মুই বরিশাইল্লা’ শিরোনামের গানটি গতকাল বৃহস্পতিবার মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। প্রতীক হাসানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জায়েদ খান। এর মাধ্যমে শিল্পি হিসেবেও আত্নপ্রকাশ ঘটল বরিশালে পিরোজপুরের এই কৃতি সন্তানের।
এ ব্যাপারে জায়েদ খান জানান, ‘এটাই আমার প্রথম গাওয়া গান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান চর্চা করতাম। কিন্তু অভিনয়ে এসে আর গান করা হয়নি। এই গানটি সুর করার পর সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বরিশালের অংশটুকু আমাকে গাইতে অনুরোধ করেন। আমিও রাজি হয়ে গেলাম। আশা করছি, গানটি সাড়া ফেলবে।’
তিনি আরও বলেন, এটি পুরোপুরি এনার্জেটিক গান। খেলোয়াররা মাঠে নামলেই এবং প্রমোশনে গানটি ব্যবহার হবে। আমার মনে হচ্ছে প্রকাশের পর গানটি সাড়া ফেলবে এবং ‘ফরচুন বরিশাল’ দলের অনুপ্রেরণা হয়ে কাজ করবে।
সংগীত পরিচালক রাফাত জানান, ‘আমার মনে হয়েছে, জায়েদ ভাইয়ের কণ্ঠে গানটা দারুণ মানাবে। কারণ সুর করার পর তাঁকে দিয়ে গাইড ভয়েস দিয়েছিলাম। তখন শুনে মনে হয়েছে, গানটার জন্য এই কণ্ঠটাই সেরা।’
বর্তমানে চিত্রনায়ক জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে তার সিনেমায় অভিষেক হয়। পরের বছর ‘কাজের মানুষ’ ও ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১০ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’। ২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে ‘আত্মগোপন’ চলচ্চিত্রে অভিনয় করেন, । ২০১৪ সালে তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো হলো ‘অদৃশ্য শত্রু’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘দাবাং’, ‘মাই নেম ইজ সিমি’ এবং ‘তোকে ভালোবাসতেই হবে’। ২০১৫ সালে তিনি শাহ্ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয় করেন। সে বছরই তিনি ‘নগর মাস্তান’ চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেন পরীমণি।
এরপর তিনি ২০১৭ সালে ‘অন্তরজ্বালা’ নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র। যেখানে তাঁর বিপরীতে দেখা যা পরীমণিকে।