আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো সবসময় অদ্ভুত অদ্ভুত মন্তব্য করতে পছন্দ করেন যখন তিনি টুইচে থাকেন। এবারও তার ব্যাতিক্রম হল না। মেসি এবং পেলের মধ্যে তুলনা করতে গিয়ে অদ্ভুত এক মন্তব্য করেছেন এই ম্যান সিটি সুপারস্টার।
আগুয়েরো তার এই মন্তব্যের মাধ্যমে যেন বুঝিয়ে দিলেন দুই সময়ের এই দুই তারকার মধ্যে কোন তুলনা করা উচিত নয়।
লাইভ চলাকালীন সময়ে আগুয়েরোর কাছে প্রশ্ন করা হয় মেসি নাকি পেলে, ইতিহাসের সেরা কে?
জবাবে আগুয়েরো বলেন, “আমি তাকে (পেলে) কখনো খেলতে দেখিনি। যখন পেলে খেলত তখন গোলকিপাররা গ্লাভসও পড়তো না।”