ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ জয় পেয়েছে জায়ান্ট ব্রাজিল। আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে ভেনিজুয়েলাকে।
ব্রাজিলের এই জয়ের নায়ক রবার্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান এই তারকা ম্যাচের ৬৭ মিনিটে জয় সূচক একমাত্র গোলটি এনে দেন ব্রাজিলকে।
এভারটন রিবেইরোর ক্রস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পান ফিরমিনো। সেখান থেকে গোল করতে কোন ভুল হয়নি এই তারকার।
এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এটা ছিল ফিরমিনোর তৃতীয় গোল। এর আগে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি।
নেইমার ব্রাজিলের হয়ে এবারের আসরে সবচেয়ে বেশি তিনটি গোল করেছিলেন। নেইমারের তিনটি গোলই এসেছিল দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে। আজকে গোলের মাধ্যমে নেইমারকে ছুয়ে ফেললেন ফিরমিনো।