উয়েফা ন্যাশন কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট পর্তুগাল এবং ফ্রান্স। দুই জায়ান্টের মধ্যকার এই ম্যাচটি হবে আজ রাত ১:৪৫ মিনিটে।















উয়েফা ন্যাশন কাপের একই গ্রুপে আছে পর্তুগাল এবং ফ্রান্স। দুই দলের পথ চলাও একই রকমই হচ্ছে। এখনো পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে দুই দলই সংগ্রহ করেছে ১০ পয়েন্ট।
কিছুদিন আগেই পর্তুগাল এবং ফ্রান্স নিজেদেরর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। ফ্রান্সের মাটিতে ওই ম্যাচে পর্তুগাল ও ফ্রান্সের ম্যাচটি ড্র হয়েছিল।
এবারের ম্যাচ পর্তুগালের মাটিতে। এই ম্যাচের আগে দুই্ দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে পর্তুগাল