পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর ম্যাচে হাফিজের ঝড়ো ব্যাটিংয়ে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১৭০ রানের পুঁজি পায় পেশোয়ার। জবাবে হাফিজ-তামিম ঝড়ে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় পেশোয়ার। আর তাতেই প্লে-অফ নিশ্চিত হয় তাদের। দ্বিতীয় প্লে-অফে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতানস।
১৭০ রানের জবাবে ব্যাট করতে নামেন লাহোরের দুই ওপেনার ফখর জামান ও তামিম ইকবাল। ব্যাটিংয়ে শুরুতেই ৬ রান করে বিদায় নেন ফখর। তবে ভালো শুরুর আভাস দেন তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাঁকান দুই বাউন্ডারি।
পরের ওভারে ইংলিশ পেসার সাকিব মাহমুদের সাথে দ্বিতীয় সাক্ষাতেই ছক্কা মেরে দেন তামিম। কিন্তু একই ওভারের শেষ বলে পুল শট করতে গিয়ে বল সোজা উপরে তুলে দেন তিনি। ফলে ১০ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৮ রান ফিরতে হয় তাকে।
তামিমের বিদায়ের পর এক হাতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ হাফিজ। দুর্দান্ত ব্যাটিং করে ৩৪ বলে ফিফটি তুলে নেন হাফিজ। শেষ পর্যন্ত ৪৬ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লাহোর। টাইগার ওয়ানডে অধিনায়ককে নিয়েই মাঠে নামেন তারা। বোলিংয়ের শুরুতেই হায়দার আলীকে ফিরিয়ে দারুণ সুচনা এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ছোট ছোট জুটি গড়েন প্লেসিস-ইমাম উল হকরা।
তবে মিডল অর্ডারে ঝড় তোলেন অভিজ্ঞ শোয়েব মালিক। ২৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর শেষ দিকে ভিলজয়েনের ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে পেশোয়ার।
লাহোরের হয়ে দিলবার হোসাইন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়াও ২ টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, হারিস রউফ ও ডেভিড ভিজে।
সংক্ষিপ্ত স্কোর:
পেশোয়ার জালমি ১৭০/৯(২০)
মালিক ৩৯(২৪), ভিলজয়েন ৩৭(১৬)
দিলবার ৩/৩৩, শাহিন আফ্রিদি ২/১৯।
লাহোর কালান্দার্স ১৭১/৫(১৯)
হাফিজ ৭৪(৪৬)*, তামিম ১৮(১০)
সাকিব মাহমুদ ৩/৪১।
লাহোর কালান্দার্স একাদশ:
ফখর জামান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার (অধিনায়ক), বেন ডাঙ্ক (উইকেটরক্ষক), সামিত প্যাটেল, ডেভিড উইস, মুহাম্মদ ফয়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন
পেশোয়ার জালমি একাদশ:
ইমাম-উল-হক (উইকেটরক্ষক), হায়দার আলী, ফাফ ডু প্লেসিস, শোয়েব মালিক, সোহাইব মকসুদ, হার্ডুস ভিলজোয়েন, ওহাব রিয়াজ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ ইমরান, সাকিব মাহমুদ, রাহাত আলী
WHAT a moment for @lahoreqalandars #HBLPSLV #PhirSeTayyarHain pic.twitter.com/yDk2emE0Vc
— PakistanSuperLeague (@thePSLt20) November 14, 2020
#PZ has set a total of after 20 overs! Now it’s up to our batsman to chase the target of 171 runs.#DamaDamMast #MainHoonQalandar #HBLPSL #DilSe #PZvLQ pic.twitter.com/pwh8M0EZDf
— Lahore Qalandars (@lahoreqalandars) November 14, 2020