পাকিস্তান সুপার লিগের এবারের আসরে প্রথমবার খেলতে নেমে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। লাহারের হয়ে ওপেনিং করতে নেমে ঝড়ো শুরু করেও ১৮ রানে ফিরেছেন তিনি।
এলিমিনেটর ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১৭০ রানের পুঁজি গড়েছে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নামেন লাহোরের দুই ওপেনার ফখর জামান ও তামিম ইকবাল। ব্যাটিংয়ে শুরুতেই ৬ রান করে বিদায় নেন ফখর। তবে ভালো শুরুর আভাস দেন তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাঁকান দুই বাউন্ডারি।
পরের ওভারে ইংলিশ পেসার সাকিব মাহমুদের সাথে দ্বিতীয় সাক্ষাতেই ছক্কা মেরে দেন তামিম। কিন্তু একই ওভারের শেষ বলে পুল শট করতে গিয়ে বল সোজা উপরে তুলে দেন তিনি। ফলে ১০ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৮ রান ফিরতে হয় তাকে।
এর আগে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় লাহোর। টাইগার ওয়ানডে অধিনায়ককে নিয়েই মাঠে নামেন তারা। বোলিংয়ের শুরুতেই হায়দার আলীকে ফিরিয়ে দারুণ সুচনা এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ছোট ছোট জুটি গড়েন প্লেসিস-ইমাম উল হকরা।
তবে মিডল অর্ডারে ঝড় তোলেন অভিজ্ঞ শোয়েব মালিক। ২৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর শেষ দিকে ভিলজয়েনের ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে পেশোয়ার।
লাহোরের হয়ে দিলবার হোসাইন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়াও ২ টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, হারিস রউফ ও ডেভিড ভিজে।
সংক্ষিপ্ত স্কোর:
পেশোয়ার জালমি ১৭০/৯(২০)
মালিক ৩৯(২৪), ভিলজয়েন ৩৭(১৬)
দিলবার ৩/৩৩, শাহিন আফ্রিদি ২/১৯।
Watch Live Here