ক’রোনার কারণে দীর্ঘ বিরতির পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফাইয়ের ম্যাচ আজ মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও করাচি কিংস। যেখানে মুলতান সুলতানসের দেওয়া ১৪১ রানের সমান রান তুলে করাচি। এতে সুপার ওভারে গড়ালে দারুণ জয় তুলে ফাইনালে উঠে করাচি।



সুপার ওভারে আগে ব্যাট করে ১৩ রান তুলে করাচি। তানভিরের করা সেই ওভারে রাদারফোর্ডের ১০ রানের সুবাদে এমন রান পায় দলটি। জবাবে ৮ রান করতে সক্ষম হয় মুলতান সুলতানস।
১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে করাচি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন বাবর আজম। ২ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে ৬৫ রান করেন তিনি। হেলস ১৯ বলে ২২ রান করেন। এছাড়া শেষ দিকে ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে হার থেকে রক্ষা করেন ইমাদ ওয়াসিম।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলতে পারে মুলতান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রবি বোপারা। ৩০ বলে ৪০ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে ১৩ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তানভির। সেই সাথে ১৯ বলে ২১ রান করেন জিসান।
সংক্ষিপ্ত স্কোর–
মুলতান ১৪১/৭(২০)
বোপারা ৪০ (৩১), তানভির ২৫(১৩)*
মাকসুদ ২/২৬, আরশাদ ২/২১
করাচি কিংস ১৪১/৮(২০)
বাবর ৬৫(৫৩), ওয়াসিম ২৭(১৬)*
তানভির ৩/২৫, তাহির ১/২২
ফলাফল: সুপার ওভারে জয় পেল করাচি কিংস।
ম্যাচটির হাইলাইটস দেখুন এখানে… https://youtu.be/IsSQ0VjSWEE