শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। দিন দুয়েক পরেই দ্বিতীয় ম্যাচ। কিন্তু সে ম্যাচের প্রস্তুতির মধ্যেই বড় ধরনের দুঃসংবাদ এল বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে। ক’রোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে।
আজ রবিবার বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। উদ্ভূত পরিস্থিতিতে সে অনুশীলনও বাতিল করা হয়েছে।
শুক্রবার নেপালকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ ব্যবধানে হারিয়ে প্রায় বছর খানেক পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল বাংলাদেশ। ১৭ নভেম্বরে দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হওয়ার কথা জেমি ডের দলের। তবে ওই ম্যাচে ডাগ আউটে আর থাকতে পারছেন না তিনি।
জেমির শরীরে গুরুতর তেমন লক্ষণ নেই, তবে হালকা ঠান্ডা লেগেছে তার। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে আরও একবার ক’রোনা পরীক্ষা করানো হবে কোচের শরীরে।