বর্তমান বিশ্বের অন্যতম সেরা এবং বর্তমান ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র এখন ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার সামনে আছে কেবল কিংবদন্তি পেলে।
তবে পুরো ল্যাতিন আমেরিকা হিসেব করলে এক্টিভ খেলোয়াড়দের মধ্যেও দুই নম্বরে আছেন নেইমার জুনিয়র। তার গোল সংখ্যা ৬৪টি। এই গোল করতে তার ম্যাচ প্রয়োজন হয়েছে ১০৩টি।
নেইমারের উপর আছে লিওনেল মেসি। আর্জেন্টিনা এবং বার্সালোনা তারকার বর্তমান গোল সংখ্যা ৭১টি। ১৪১ ম্যাচে ৭১ গোল করেছেন মেসি। মেসির সামনে সুযোগ আছে গোল সংখ্যা আরো বাড়িয়ে নেয়ার আগামী ম্যাচেই। বিপরীতে ইনজুরিতে খেলতে পারছেন না নেইমার।
নেইমারকে ছাড়িয়ে যেতে পারেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকার বর্তমানে গোল সংখ্যা ৬৩টি। তাদের পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষেই। ওই ম্যাচে এক গোল করলে নেইমারকে স্পর্শ করবেন এবং একাধিক গোল করলে নেইমারকে ছাড়িয়ে যাবেন।
এরপর আছে এডিসন কাভানি। উরুগুয়ের এই তারকা ১১৭ টি ম্যাচে ৫১ টি গোল করেছেন। তার সামনেও সুযোগ আছে গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার।