বাংলাদেশ ক্রিকেটের গতি তারকা পেসারদের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ। ঢাকায় জন্মস্থান হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্র্যাঞ্চাইজি অথবা যেকোনো টুর্নামেন্টে ঢাকার হয়ে খেলা হয়নি তার। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও প্রথমবারের মতো বরিশালের হয়ে খেলবেন তাসকিন।



ঢাকাতে খেলতে না পারার আক্ষেপ থাকলেও বরিশালে হয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত ২৫ বছর বয়সী এই পেসার। গণমাধ্যমের সাথে আলাপকালে তাসকিন বলেন, “আমি ঢাকার ছেলে। কিন্তু টি-টোয়েন্টি টুর্নামেন্টে কখনো ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি। চট্টগ্রাম-সিলেট-রংপুরে খেলেছি। এবার বরিশালে সুযোগ পেয়ে রোমাঞ্চিত। মাত্রই দলের লোগো ও জার্সি উন্মোচিত হয়েছে। আশা করি আমাদের সামনের যাত্রাটাও ভালো হবে।”
প্রথমবার খেলতে যাওয়া বরিশালকে ফাইনালে তোলার লক্ষ্য নিয়ে তিনি জানান, “প্রথমবারের মতো বরিশালের হয়ে কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে চাই। লক্ষ্য থাকবে ফাইনাল খেলা।”
“কাগজ-কলমে বলা কঠিন। দিন শেষে যারা ভালো খেলবে, তারা জিতবে। তবে আমাদের যে দল, যদি সবকিছু কাজে লাগাতে পারি, ফাইনাল খেলতে পারব আশা করি।”– যোগ করেন তিনি।