আত্মহ’ত্যা করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার সজিবুল ইসলাম সজিব। গতকাল শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে রাজশাহীর দুর্গাপুরে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরিবার থেকে তার আত্মহ’ত্যা নিয়ে জানানো হয়,
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি এমন কাণ্ড করেছেন। যদিও এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে তার নাম ছিল না। আর তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার কারণে আত্মহ’ত্যা করেছে বলে মানতে নারাজ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
রাজশাহী কাটাখালি ‘বাংলা ট্র্যাক’ নামের একটি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতেন সজিব। আর ঐ একাডেমির সিও এবং হেড কোচ হলেন খালেদ মাহমুদ সুজন। আর ছেলেটা এমন কান্ডে হতবাক খালেদ মাহমুদ। সজীব অনূর্ধ্ব ১৫,১৭ ও ১৯ দলে খেলেছেন। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় হয়ে শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলেন।
অনূর্ধ্ব-১৯ দলের এই সদস্যের আত্মহ’ত্যা নিয়ে সুজন বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না সজিবের মতো ভদ্র, প্রতিভাবান একটা ছেলে এমন কাজ করতে পারে! মনটা খুব খারাপ হয়ে গেছে খবরটা শুনে। সে ওপেনার এবং মিডিয়াম পেসার ছিল। শাইনপুকুরের হয়ে ফার্স্ট ডিভিশন খেলেছে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফটেই ওর নাম ছিল না। সুতরাং এজন্য ও আত্মহত্যা করতে পারে বলে মনে করি না।”
সূত্র: কালের কন্ঠ