পাকিস্তান সুপার লিগ পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ডেভিড ভিসের দুর্দান্ত ফিনিশিংয়ে মুলতান সুলতানকে ১৮৩ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে লাহোর কালান্দার্স। জবাবে খুব ভাল মুলতান সুলতান খুব ভাল না করতে পারায় জয়ের পথে লাহরের দলটি। ম্যাচ রিপোর্ট দেখুন…
এদিকে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের তরুণ পেসার হারিস রউফ। রউফ এদিন দুর্দান্ত এক ইয়র্কারে শহীদ আফ্রিদিকে প্রথম বলেই শূন্য রানে বোল্ড করেন। আর বোল্ড করার সাথে সাথে দুই হাত জোড় করে যেন ক্ষমা চান এই পেসার। দারুণ গতি ও পারফেক্ট ইয়র্কারের অসাধারণ ডেলিভারি ছিল এটি। ১৪৬ কিলোমিটার পার ঘন্টা গতিতে বল করে এই ডানহাতি পেসার।
আর আফ্রিদির এই উইকেটের সাথে টি-টোয়েন্টিতে রউফ নিজের ৫০ উইকেট শিকার করেন।
দেখুন ভিডিওটি…
#PSL2020 #LahoreQalandars #MultanSultans #Afridi_Bold #HarisRouf
credit : psl pic.twitter.com/xDGZBykLIN
— SportsZone24.com (@Sportszone24bd) November 15, 2020