নেশন্স লিগের ম্যাচে অবশেষে জয়ের দেখা পেয়েছে ইতালি। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে জয়ে ফিরেছে আজ্জুরিরা। পোল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো ইতালি। ডি-বক্সের বাইরে থেকে ফেদেরিকো বের্নারদেস্কির জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।
২০তম মিনিটে ইনসিনিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল দেননি রেফারি। এর ছয় মিনিট পরই সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো।
























একের পর এক আক্রমণ করা ইতালি প্রথমার্ধে গোলের উদ্দেশে শট নেয় আটটি, যার দুটি ছিল লক্ষ্যে। বেশিরভাগ সময় নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা পোল্যান্ড বিরতির আগে গোলের উদ্দেশে একটি শটও নিতে পারেনি। দলের সেরা তারকা রবার্ট লেভানদোস্কি ছিলেন নিজের ছায়া হয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইনসিনিয়ের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৭২তম মিনিটে ডি-বক্সে বেলোত্তির শট প্রতিপক্ষের একজনের হাতে লাগার পর ইতালির খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি। ৭৭তম মিনিটে গোরালস্কি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি। ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।