স্ট্যান্ডবাই থেকে ফাইনালে নায়ক। তিন ম্যাচে শিকার ৯ উইকেট। উচ্চতার সঙ্গে গতি, বাউন্স আর সুইংকে কাজে লগিয়ে এর মধ্যেই যিনি নজর কেড়েছেন সবার। বলা হচ্ছে সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে মাহমুদউল্লাহ একাদশের হয়ে খেলা, উদীয়মান পেসার সুমন খানের কথা।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে খেলার সুযোগ পেয়েছেন এই পেসার। এবার চার-ছক্কার এই টুর্নামেন্টেও বল হাতে আলো ছড়াতে মরিয়া সুমন। নিজের সেরাটা উজাড় করে দিয়ে দলকে ফাইনালে তুলতে চান ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
এই বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ্, আল্লাহর অশেষ রহমতে গত বিসিবি প্রেসিডেন্টস কাপটা বেশ ভালো হয়েছে। আমি আরও আশাবাদী, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেকে উজাড় করে দিব, পারফরম্যান্স আরও ভালো করার চেষ্টা করব। পারফর্যান্স যেন দলের জন্যও কাজে লাগে।”
“বরিশাল ২-৩ বছর পর ফিরে এসেছে। আমি অনেক রোমাঞ্চিত এখানে খেলার জন্য। বরিশালের সাথে নতুনভাবে যুক্ত হলাম। আমি দলকে জেতাতে আমার সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। ফাইনাল খেলার ইচ্ছা আছে, দল যেন ফাইনালে যেতে পারে। স্বপ্ন আছে, নিজের সেরাটা দিয়েই যেন দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি।”– যোগ করেন তিনি।