আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এখনো ১ মাসের বেশি সময় থাকলেও করোনার নতুন ঢেউ দেখা দিয়েছে অ্যাডিলেডে। যার কারণে আইসোলেশনে থাকতে হচ্ছে অজি অধিনায়ক টিম পেইনসহ সকল ক্রিকেটারদের।
গত রবিবার থেকে সোমবার পর্যন্ত সেখানে শনাক্ত ৪ থেকে ছাড়িয়ে ১৭-তে দাঁড়িয়েছে। তাতে বোঝাই যাচ্ছে, নতুন ঢেউয়ে সংক্রমণ কতটা বাড়ছে। তবে নতুন করে ক’রোনার সংক্রমণে শঙ্কা বাড়লেও ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, নির্ধারিত সূচিতেই মাঠে গড়াবে প্রথম টেস্ট।
এদিকে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে সাউথ অস্ট্রেলিয়া থেকে এসেছেন তাসমানিয়া দলে থাকা টিম পেইন, ম্যাথু ওয়েড ও বাকি সতীর্থরা। আর তাদের রাখা হয়েছে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে।
তবে এই সিরিজ হওয়া নিয়ে দুই দেশ। পরিস্থিতি অনুকূল না হলে বিপাকে পড়তে হতে পারে অজিরা। তার ওপর প্রথম এই টেস্টটি হচ্ছে দিবা-রাত্রির। আর তাইতো একটু বেশি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।