পাকিস্তান সুপার লিগে প্লে-অফ পর্বে খেলতে গিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্লে-অফের এলিমিনেটর ও কোয়ালিফাইয়ে জিতে ফাইনালে উঠেছে তার দল লাহোর কালান্দার্স। আর এই দুই ম্যাচে দারুণ শুরু করে বড় কিছুর আভাস দিয়েও নিভে গেছেন তামিম। তাই তামিম ও লাহোর ভক্তদের প্রত্যাশা তামিম নিজের সেরাটা দিবেন আজ পিএসএলের ফাইনালেই।
























এলিমিনেটর ম্যাচটিতে তামিম ভালো শুরু এনে দেওয়ার পর ৬ উইকেটে ১৮২ রান তুলেছিল কালান্দার্স। ২১ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন কালান্দার্সের ডেভিড ভিসে। তাড়া করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারেনি মুলতান সুলতানস। ১৯.১ ওভারে ১৫৭ রানে অলআউট হয় দলটি।
পিএসএলের কোয়ালিফাই ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে তামিম আউট হন ২০ বলে ৩০ রান করে। ছিল ৫টি চারের মার। ৪.৫ ওভারে তামিম যখন আউট হলেন, তাঁর দল লাহোর কালান্দার্সের স্কোর ৪৬। অর্থাৎ সে সময় পর্যন্ত দলীয় স্কোরের ৬৫.২১ শতাংশ রান এসেছে তামিমের ব্যাট থেকে।
কিন্তু দ্রুত আউট হয়ে যাওয়ায় তামিমের দুটি ইনিংস থেকে পূর্ণ তৃপ্তি তুলে নেওয়ার সুযোগ হয়নি। আর তাই ফাইনালের অপেক্ষায় আছেন তামিমের ভক্তরা।
আজ পিএসএলের ফাইনালে করাচি কিংসের মুখোমুখি হবে কালান্দার্স। এ ম্যাচে ভালো করতে পারলে পাকিস্তানে তামিমকে নিয়ে আলোচনাটা আরও বেশি হওয়াই স্বাভাবিক।