দেশের হয়ে আন্তর্জাতিক বিরতিতে মাঠ মাতানোর সময় এবার ক’রোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উরুগুয়ের তারকা ফরওয়ার্ড লুইস সুয়ারেজ।
সোমবার সুয়ারেজের ক’রোনা টেস্টে পজিটিভ হওয়ার খবরটি প্রকাশ হয়। যার ফলে ব্রাজিলের বিপক্ষে আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হচ্ছে না এটলেটিকো মাদ্রিদের এই তারকার।
সোমবারের আগে করা টেস্টে সকল খেলোয়াড়ের ক’রোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছিলো। হুট করেই গতকাল সুয়ারেজের করোনায় আক্রান্ত হওয়ার বিশুটি তার ক্লাব এটলেটিকো মাদ্রিদকে জানায় উরুগুয়ের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
শুধু দেশের হয়েই না, আসছে সপ্তাহে এটলেটিকো মাদ্রিদের হয়েও গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মিস করবেন সুয়ারেজ। এর মধ্যে রয়েছে তারই সদ্য সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ন ম্যাচও।