ক্রিকেট মাঠে দর্শকের প্রবেশ নতুন কিছু নয়। মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে, সাকিব আল হাসান মুশফিকুর রহিমেরও সেই অভিজ্ঞতা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের মধ্যে এবার ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়াকে সেটার স্বাদ নিতে হলো।
আজ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচ চলাকালে মাঠে দর্শক প্রবেশ করার এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয়ার্ধ চলাকালে ৭২ মিনিটে এক তরুণ পূর্ব গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন।
হতভম্ব বাংলাদেশ অধিনায়ক শুরুতে বুঝতে পারছিলেন না কী করবেন। সেই দর্শকও এর মধ্যে ফোন বের করে সেলফি তোলাও শুরু করে দিচ্ছিলেন। প্রথমে রেফারিরা এসে বাধা দিলেন। এরপর অবশ্য নিরাপত্তারক্ষীরা এসে টানতে টানতে নিয়ে গেছেন তাকে।
নিজেদের হেফাজতে রাখলেও তর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে তারা কিছু পরিষ্কার করেনি।