নেশন্স লিগের ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। অলিভিয়ের জিরুদের জোড়া গোলের সাথে পাভার্ড এবং কম্যানের গোলে সুইডেনকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে চতুর্থ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ফ্রান্স। সুইডেনের মিডফিল্ডার ভিক্তর ক্লসনের শট রাফায়েল ভারানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
























দ্বাদশ মিনিটে জিরুদের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। এর তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান তিনি। গ্রিজমান মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁ দিকে বাড়ান মার্কাস থুরামকে। তার পাসে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন চেলসির ফরোয়ার্ড জিরুদ।
৩৬তম মিনিটে পাভার্দের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে থুরামের শট ব্লক হওয়ার পর ডান দিকে পেয়ে যান পাভার্ড। বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার।
দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে অদ্রিয়ান রাবিওটের জোরালো শট গোলরক্ষক লাফিয়ে উঠে ফেরালে ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে জিরুদের একটি হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৯তম মিনিটে হেডেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। একটু আগে বদলি নামা কিলিয়ান এমবাপের ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে ডাইভিং হেডে বল জালে পাঠান ৩৪ বছর বয়সী জিরুদ।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান কমান সুইডেনের রবিন কোয়াইসন। তবে যোগ করা সময়ে আবার ব্যবধান বাড়ান জিরুদের বদলি নামা কিংসলে কোম্যান।