আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল অলিম্পিক দল বা অনূর্ধ্ব ২৩ দলকে হারিয়েছে মিশর অনূর্ধ্ব ২৩ দল। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় মিশর।
মিশরের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পরে স্বাগতিকরা। এরপর দারুণ ভাবে কামব্যাক করে জয় তুলে নেয় মিশরের যুবারা।
ম্যাচে প্রথমে গোল করে ব্রাজিল। ম্যাথিউস কুনহা গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচেও গোল করেছিলেন কুনহা।
পিছিয়ে পরার পর পরপর দুই গোল দিয়ে ম্যাচটি নিজেদের করে নেয় মিশর।