ল্যাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত শতভাগ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাজিল। আজ শক্তিশালী উরুগুয়ের বিপক্ষেও তারা জয় তুলে নিয়েছে ২-০ গোলে।
বাছাই পর্বে এটি ছিল ব্রাজিলের চতুর্থ ম্যাচ। চার ম্যাচেই জয় তুলে নিয়েছে টিটের শিষ্যরা।
FIM DE JOGO!
?? 2 x 0 ?? | #BRAxURU
? – EI PLUS pic.twitter.com/XfRXNjmhIS— CBF Futebol (@CBF_Futebol) November 18, 2020
উরুগুয়ের বিপক্ষে আজকের এই ম্যাচে নামার আগে ব্রাজিল জয় পাবে এমনটা নিয়ে অনেকেরই সংশয় ছিল। বিশেষ করে নেইমার, কৌতিনহো, ক্যাসমিরো না থাকায় দলের শক্তি কমে যায় এবং সেই কারণেই ছিল সংশয়।
কিন্তু মাঠের খেলায় সেই সংশয় উড়িয়ে দেয় আর্থার জেসুসরা। উরুগুয়েকে তাদের মাটিতেই ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় ব্রাজিল।