কলকাতায় গিয়ে কালীপুজো উদ্বোধন করায় টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেসবুক লাইভ এসে খুনের হুমকি দেওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেস ভারতের বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পৃথক টুইটের মাধ্যমে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা।
বলিউড অভিনেত্রীর দাবী সেই যুবকের হুমকির কারণেই পরবর্তীতে সাকিব ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। যেকারণে সেই ঘটনায় কট্টরপন্থীদের একহাত নিয়েছেন বলিউড অভিনেত্রী।
এই বিষয়টি নিয়ে একাধিক ট্যুইটে কঙ্গনা মৌলবাদীদের নিশানা করেছেন। তিনি বলেছেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে ? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…’
কঙ্গনা বলেছেন, ‘ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনও ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হ’ত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার’।
এছাড়াও কঙ্গনা লিখেছেন, ‘নিজের দেশেই এক ক্রীতদাসের মতো ব্যবহার করার কারণে অসুস্থ ও ক্লান্ত। আমরা আমাদের উৎসব পালন করতে পারব না, সত্যি বলতে পারব না, আতঙ্কবাদের নিন্দা করতে পারব না, এ ধরনের জীবনযাপন করে লাভ কী’।
কঙ্গনা টুইটার ও টুইটারে ইন্ডিয়ার বিরুদ্ধে ইসলামিক অপপ্রচারের জন্য নিশানা করেছেন। টুইটের তাঁর অভিযোগ, ‘জ্যাক, টুিটার ও টুইটার ইন্ডিয়া পক্ষপাত করে ও ইসলামিক অপপ্রচার ছড়ায়, যা খুবই হতাশাজনক। টিলিনইক্সাইলের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছেন কেন? কারণ তিনি আমাদের ইতিহাসের ভুয়ো ভাষ্য ফাঁস করেছেন বলে? আপনাদের লজ্জিত হওয়া উচিত। সেই দিনটার জন্য অপেক্ষা করছি,যখন তোমরা ভারতে নিষিদ্ধ হবে। টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নিন পিএমওইন্ডিয়া’
এদিকে সাকিবের ক্ষমা চাওয়ায় আপত্তি তুলেছেন কোয়েল মল্লিক। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘কেন তিনি ক্ষমা চেয়েছিলেন? তার অপরাধ কী ছিল? আমাদের জন্য এতো ঘৃণা, তবে কেন আপনি আমাদের কাজের অনুসরন করতে চান?’
When they don’t have answers to your questions they break your house, put you in jail, gag your voice or kill your digital identity. Eliminating one’s digital identity is no less than a murder in virtual world, there must be strict laws against it #BringBackTrueIndology https://t.co/tvPiWidQez
— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2020